বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ইয়াবা কেনার সময় হাতেনাতে আটক যুবদল নেতা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ২:২৭ PM আপডেট: ১২.১১.২০২৪ ২:৪১ PM
শ্রীনগরে ইয়াবাসহ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খান টিপুকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এম রহমান মার্কেটের সামনে থেকে ইয়াবা কেনার সময় তাকে আটক করা হয়।

টিপু জুশুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সদস্যসচিব হাফিস খানের ভাতিজা। এ সময় শেখবাড়ি এলাকার নুর ইসলামের ছেলে স্বপন ওরফে রুবেলকেও আটক করে পুলিশ। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মুন্সী এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ইয়াবা কেনাবেচার সময় তাদের আটক করে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মাসুদ রানা বলেন, ‘আমাদের সংগঠন এরকম কোনও কাজের দায় নেবে না। তিনি (টিপু) যদি এই কাজ করে থাকেন এবং তদন্ত করে যদি আমরা সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত