রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
ভূঞাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৭:৫৮ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) দিনব্যাপী ইবরাহীম খাঁ সরকারি কলেজে ১৯ পদাতিক ডিভিশন এর আয়োজনে, ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনায় ও ৩৭ এডি রেজিমেন্ট এর পরিচালনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এসময় যমুনা ক্যান্টনমেন্টের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মেজর মইন চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা বলেন, আমরা সকালেই একটি মেসেজ পাই যে, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। সেই হিসেবে আজকে এখানে এসে চিকিৎসা নিয়ে দেখলাম, তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো ও উন্নত মানের। ডাক্তার সাহেবের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। উনার সুপরামর্শ অনেক সুন্দর। এই সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ ও সাধুবাদ জানাই। তবে এই চিকিৎসার ধারা অব্যাহত থাকলে এবং এলাকার গরীব মানুষের সেবা করলে আরো ভালো হবে।

চিকিৎসা সেবা নিতে আসা শিশু জারিয়া বলেন, আমার পা, মাথা ও চোখ ব্যথা করে। তাই আমি এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তার আমাকে নিয়মিত দুধ কলা ও বিভিন্ন শাক সবজি খেতে বলেছেন এবং মোবাইল দেখতে নিষেধ করেছেন। ডাক্তার সাহেবের কথা গুলো আমার খুব ভালো লেগেছে।

ক্যাম্প কমান্ডার বলেন, এটি একটি সেবামূলক কার্যক্রম। আজ আমরা স্বল্প পরিসরে চিকিৎসা সেবার আয়োজন করেছি। পরবর্তীতে আরো বড় আকারে আয়োজন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে এই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের এবং শিক্ষার্থীসহ মোট ১০০ জনকে বিনামূল্যে সেবা এবং ওষুধ প্রদান করেছি।

তিনি আরো বলেন, এই ক্যাম্পেইন করতে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও বিএনসিসি সার্বিক সহযোগিতা প্রদান করেন। আমরা তাদেরকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত