সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
ঘাটাইলে আল আমিন হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:৫৮ PM
টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকার সর্বস্তরের জনগন।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ৪টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পেচারআটা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন এলাকাবাসী। আল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে টাঙ্গাইল থেকে এলাকায় পৌঁছলে লাশ রেখে সড়ক অবরোধ করেন তারা। এসময় ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় ধলাপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যেয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয় সামাজিক সংগঠনসহ মানববন্ধনে অংশ নেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এলাকাবাসীর আল আমিন এর হত্যাকারীর মূল আসামী মুনছুর আলীকে দ্রুত গ্রেফতার ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে স্লোগান দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক বলে তারা গভীরভাবে শোকাহত। এতে ক্ষিপ্ত এলাকাবাসী হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী নেশাখোর আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক দাবি জানান । 

স্থানীয়রা জানান, কোনাবাড়ি গ্রামের মো. রিপন ও আল মুনছুর গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। আল আমিন সম্পর্কে মুনছুর ও রিপনের চাচাতো ভাই। তাদের মধ্যে ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ। এর আগে এই জমি নিয়ে একটি মামলা হয়। গতকাল শুক্রবার পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তারা। পারিবারিক রায় মেনে না নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্স হয়। চোখে-মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এতে আল আমিনসহ আহত হন ৮ জন। পরে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, আল আমিন হত্যার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা আব্যাহত আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত