রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৭:১৩ PM
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় এলাকায় রয়েছে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, শনিবার টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ এলাকার মাসকো টেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ হয়। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র হাতে এলোপাতাড়ি সাধারণ মানুষ ও রিকশা চালকদের মারধর করে। 
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন যাবত মামলা, হামলার শিকার হয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন। আর ফ্যাসিবাদের পতনের পর অন্য এলাকা থেকে বহিরাগত এসে তাদের এলাকার কারখানার ঝুট মালামাল নিয়ে যায়। আজও তারা রাম দা, চাপাতি ও নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এজন্য তারা প্রতিরোধে নেমেছেন। 

অপর গ্রুপের লোকজনকে বক্তব্য নেওয়ার জন্য পাওয়া যায়নি। তারাও নগরের বিএনপির একজন শীর্ষ নেতার ঘনিষ্ঠ বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ওই গার্মেন্টসের সামনে উত্তেজনা ও বিশৃংখলার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত