রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ PM
চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
দেবাশীষ পাল দেবু নগরীর বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবু। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলাদেশ বলেন, নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে। 

যুবলীগ নেতা দেবুর গ্রেপ্তারের পর তাকে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার ৫৩ নম্বর আসামী বলে ধারনা করা হচ্ছিলো৷ সেই হত্যা মামলায় আসামী হিসেবে দেবাশীষ পাল দেবু নাম থাকলেও দলীয় পরিচয় উল্লেখ আছে সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, চট্টগ্রাম মহানগর হিসেবে৷ যদিও নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নাম দেবাশীষ নাথ দেবু। পুলিশের একটি সূত্র বলছে, গ্রেফতারকৃত দেবাশীষ পাল দেবুর বিরুদ্ধে বন্দর থানায় হামলার অভিযোগ রয়েছে৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত