রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে মুলঘরের বাঘিয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে পরে তাকে আদালতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান।
তিনি জানান, গত ১৮ই জুলাই বিকেল রাজবাড়ী থানাধীন রাজবাড়ী ঢাকা মহাসড়কের বড়পুল নামক স্থানের গোল চত্ত্বরে এজাহারে উল্লেখিত আসামী ও অজ্ঞাতনামা আসামিরা পূর্ব পরিকল্পনা মাফিক বেআইনি জনতাবদ্ধে বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি বিভিন্ন গাছের ডালসহ মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে চতুর্দিক থেকে আন্দোলনকারীদের ঘিরিয়া ধরে।
এজাহার নামীয় ২ নম্বর আসামী কাজী কেরামত আলী ও এজাহারনামীয় ১নং নম্বর আসামী কাজী ইরাদত আলীর নির্দেশে এজাহার নামীয় ৭৪ নম্বর আসামী মোঃ শফিকুল হোসেন, ১০৪ নম্বর আসামি সাইফুদ্দিন আহমেদ সুজন, ৯২ নম্বর আসামী আশরাফুল হাসান আশা, ও ১৩৭ নম্বর আসামী ফারুক ঠিকাদার তাহাদের সঙ্গে আনা বোমা আন্দোলন কারীদের হত্যার উদ্দেশ্যে নিক্ষেপ করে। তাহাদের ছোরা বোমা বিস্ফোরনে আন্দোলনকারীরা ছোটাছুটি করে এই সময় এজাহার নামীয় অন্যান্য আসামী সহ অজ্ঞাত নামা আসামীরা ছাত্র ছাত্রী ও তাহাদের অভিভাবক আন্দোলনে অংশগ্রহনকারীদের কে হত্যার উদ্দ্যেশে তাহাদের সঙ্গে আনা বোমা বিস্ফোরন ঘটায় এবং আমজনতাকে লক্ষ্যে করে কতিপয় আসামী আগ্নেয় অস্ত্র উচিয়ে গুলি করতে করতে ত্রাস সৃষ্টি করে এবং আসামীরা আন্দোলনকারীদের বেধরক মারপিঠ করে গুরুতর জখম করে। আসামীরা জখমীদের রাজবাড়ী সদর হাসপাতাল সহ কোথাও কোনো চিকিৎসা নিতে দেয়নি।
আসামীরা একটি যৌক্তিক আন্দোলনকে নির্দয়, নিষ্ঠুর ভাবে দমনের চেষ্টা করে এবং মিথ্যা মামলা দিয়ে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনকে বানচালের হীন চেষ্টা করে। আসামীদের আক্রমণে আহত হয় ১নং সোনিয়া আক্তার স্মৃতি ২নং নুরুননবী ৩নং আশিক ইসলাম অভি ৪নং রাজিব মোল্লা ৫নং মেহরাব ৬নং আলতাফ মাহমুদ সাগর ৭নং উৎস্য সরকার ৮নং রিয়াজ সহ অসংখ্য আন্দোলনকারী। আসামীরা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর বেআইনি জনতা বদ্ধে একই উদ্দেশ্য সাধনকল্পে হত্যার নির্দেশ দিয়ে, হত্যার উদ্দেশ্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে, দেশীয় আগ্নেয় অস্ত্রশস্ত্র দিয়ে আন্দোলনকারীদের শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর জখম করে।