রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
ঘাটাইলে পল্লী বিদ্যুতের গ্রিডে অগ্নিকাণ্ড, ভোগান্তিতে গ্রাহকরা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় পল্লী বিদ্যুতের ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  রোববার (২৯ ডিসেম্বর) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। 

এটি নিয়ে সাবস্টেশনে একাধিকবার অগ্নিকান্ডের ঘটনা ঘটলো, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। টাঙ্গাইল পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, হঠাৎ করেই সাবস্টেশনে আগুন লেগে যায়।

দ্রুত খবর পেয়ে ঘাটাইল উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডে আন্ডারগ্রাউন্ড পাওয়ার ক্যাবল এবং কন্ট্রোল ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পরিবর্তন না করা পর্যন্ত গ্রিড সাবস্টেশন চালু করা সম্ভব নয়। মেরামত করতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে।

পাকুটিয়া পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম জানান, পুরোপুরি পাওয়ার সংযোগ পুনঃস্থাপন করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। আপাতত জামালপুর পাওয়ার গ্রিড থেকে বিকল্প সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

এই সময়ে টাঙ্গাইল গ্রিড থেকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও গোপালপুর, ভুঞাপুর, ধনবাড়ী, ঘাটাইল, এবং মধুপুর উপজেলায় লোডশেডিং বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের কারণেই এ ধরনের অগ্নিকান্ড প্রায়ই ঘটে। ফলে গ্রাহকদের নিয়মিত ভোগান্তির শিকার হতে হয়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

গ্রাহকদের দুর্ভোগ কমাতে প্রশাসন এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত