শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ঘাটাইলে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:২৮ PM
টাঙ্গাইলের ঘাটাইলে বেপরোয়া চালক ও হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলার পেচার আটা মোর, মাস্টারবাড়ী মোড় ও জিবিজি কলেজ মোর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। অভিযান পরিচালনায় সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশ সহায়তা করেন।

জানা গেছে, উপজেলার বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের সচেতন ও হেলমেট পরিধারে জন্য গত ১৫ দিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনও ঘাটাইল এর ফেসবুক আইডিতে  সতর্কতামূলক বার্তা পোস্ট করে আসছেন। এতে অনেকেই হেলমেট ক্রয় এবং পরিধান করা শুরু করেছে। সেই পূর্ব ঘোষনা অনুযায়ী বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। এ সময় হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয় এবং জনসচেতনতার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয়েছে। বেপরোয়া চালক ও হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়েছে। শীঘ্রই ট্রাফিক সাইন শিখতে আগ্রহীদের নিয়ে মোবাইল ট্রাফিক স্কুল চালু করা হবে। জনস্বার্থে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত