বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
এনসিপির পদযাত্রায় অর্ধলক্ষাধিক সমাগমের আশা আয়োজকদের
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৭:০৯ PM
নরসিংদী পৌরসভায় এনসিপির জুলাই পদযাত্রার একই দিনে পৌরসভার অদুরে শহরের সাটিরপাড়ায় বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের আয়োজনে জুলাই-আগস্ট বীপ্লবে শহীদদের হত্যা কারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সমাবেশ ডাক দিয়েছেন। 

এ নিয়ে নরসিংদীতে এনসিপি'র পদসভা ও বিএনপির অঙ্গসংগঠনের সমাবেশকে ঘিড়ে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম ও তার সফর সঙ্গী নরসিংদীতে আগমনে স্বাগতম জানিয়েছেন বিএনপি। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন আইডি থেকে ছড়াছড়ি হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতা-কর্মীদের নিয়ে এনসিপি যদি তাদের পথসভায় কোন প্রকার মিথ্যা ও গুজবসহ কোন সমালোচনা করা হয় তা হলে বিএনপির অঙ্গসংগঠনের ডাকা সমাবেশ থেকে তা প্রতিহত করবেন বলে হুশিয়ারী দেন দলীয় নেতা-কর্মীরা। শান্ত নরসিংদী অশান্ত  করার দু:সাহস যেন এনসিপি না হয় বলেও তারা হুশিয়ারী দেয়।

অন্যদিকে দেশ গড়তে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এ কর্মসূচিকে ঘিরে এনসিপি’র জেলার সকল উপজেরার নেতা-কর্মীরা পথসভায় যোগদান দিতে এরই মাঝে প্রস্তুতি নিচ্ছেন। আজ বুধবার বিকেলে নরসিংদী পৌরসভার চত্বরের সামনে আয়োজিত সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা জেলার নেতৃবৃন্দের। 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ শামান্তা শারমিনসহ বেশে কয়েকজন নেতা নরসিংদী জেলা পরিষদের ডাকবাংলো, সমবায় রেস্টহাউজ ও হোটেল রিলাক্সেসহ বেশ কয়েকটি হোটেলে অবস্থান করছেন। দুপুর ২ টায় নরসিংদী ক্লাবে কেন্দ্রীয় নেতৃবৃন্দু এক সাথে হয়ে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সাথে খাবার শেষে এক মতবিনিময় করবেন। 

পরে বিকেল সাড়ে ৪ টায় নরসিংদী জেলখানা মোড় থেকে এক পথযাত্রা শুরু করবেন ও বিকেল ৫ টার দিকে নরসিংদী পৌরসভা সামনে গিয়ে পথসভা করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থলে ও রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকবে। আইনশৃঙ্খলার সুষ্ঠ পরিবেশ রাখার জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিপি ও সেনাবাহিনী কাজ করবেন বলেও তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত