গাজীপুরের টঙ্গীতে একটি ডাইং কারখানায় মেশিনের ফুটন্ত কেমিক্যালযুক্ত পানিতে দগ্ধ হয়ে আব্দুল কুদ্দুস (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় ইসমাইল নামে অপর এক শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার সকালে টঙ্গীর তামিশনা গ্রুপের প্রতিষ্ঠান ইটাফিল ডাইং এন্ড এক্সোসরিজ লি: কারখানায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস কুড়িগ্রাম জেলার চীলমারী থানার রমনা মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি প্রতিষ্ঠানটিতে সহকারী অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। এঘটনায় আহত ইসমাইল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সকালের শিফটে কাজ করার সময় চলমান একটি ডাইং মেশিনের ঢাকনা খুলে কেমিক্যালযুক্ত ফুটন্ত পানি ছিটকে কুদ্দুস ও ইসমাইল গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে কুদ্দুসের মৃত্যু হয়। আহত ইসমাইল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে।