দুর্নীতি মামলায় আটক যশোর কেন্দ্রীয় কারাগারে স্ট্রোক করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল সাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুস সাত্তার ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে ছিলেন। দুর্নীতি দমন কমিশন দুদকের দুটি মামলায় প্রায় দেড় মাস ধরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, আবদুস সাত্তার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁর মুখ দিয়ে লালা বের হচ্ছিল। স্ট্রোকের আশঙ্কায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত জানান, প্রফেসর আব্দুস সাত্তারের মস্তিষ্কের সিটি স্ক্যান করানো হয়েছে। তাঁর মাথায় রক্ত চলাচলে বিঘ্ন ঘটেছে। তাঁর চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে। তবে তিনি আপাতত শঙ্কামুক্ত নন।
এদিকে প্রফেসর আব্দুস সাত্তারের ছেলে ওয়াসিফ সাত্তার আজ দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে লেখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের পদ গ্রহণের জন্য সত্তর বছর বয়সে আমার বাবাকে কারাগারে যেতে হলো। তাঁর শারীরিক অবস্থার কথা বারবার আদালতে জানানো হলেও তিনি জামিন পাননি। অবশেষে যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি স্ট্রোক করেছেন। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাবার মতো সম্মানীয় ব্যক্তিদের শেষ জীবনে হেনস্তা করা হচ্ছে। আমার বাবা এই অপমান সহ্য করতে পারেননি। এমন রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হোক। সরকারের শুভবুদ্ধির উদয় হোক।
প্রসঙ্গত, প্রফেসর আব্দুস সাত্তারের দুর্নীতির আগামী ২০ আগস্ট হাজিরার দিন ধার্য রয়েছে।