বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
বুধবার ১৩ আগস্ট ২০২৫
শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৪৫ PM
“প্রযুক্তি-নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ মঙ্গলবার (১২ আগস্ট) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নানা আয়োজনে দিনটি পালন করা হয়েছে। 

শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, শপথ গ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশা নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদ বিতরণ।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র বিতরন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

 আলোচকরা বলেন, প্রযুক্তি-নির্ভর প্রশিক্ষণ, কর্মসংস্থান ও অংশীদারিত্বমূলক উদ্যোগের মাধ্যমে যুব সমাজকে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত