নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কলোনি থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক নারীর গলাকাটা লাশ করেছে পুলিশ।
আজ বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড শিমরাইল এলাকায় নারায়ণগঞ্জ সওজের কলোনি থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লাকি স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাকি আক্তারের স্বামী রুবেল মিয়া হলেও তিনি দীর্ঘদিন ধরে নীরব নামে এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। তিনি প্রায়ই নীরবের বাসায় যাতায়াত করতেন। গতকাল মঙ্গলবার রাতেও তিনি সেখানে যান। আজ সকালে তার মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে নীরব পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আমরা নীরবের বাসা থেকে নিহত লাকির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।’