আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য ও অগ্রসর প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম Flow Cytometry। বিশেষ করে রক্তরোগ ও ব্লাড ক্যান্সার শনাক্তকরণে এই প্রযুক্তি হেমাটোলজিস্টদের জন্য কার্যকর এক সহায়ক হাতিয়ার।
এই যুগান্তকারী প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের পরিধি সম্প্রসারণ এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় Armed Forces Institute of Pathology (AFIP) প্রাঙ্গণে। এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে AFIP ও হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AFIP-এর সম্মানিত কমান্ড্যান্ট মেজর জেনারেল নিশাত জুবাইদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ, AFIP-এর হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল ডা. মনোয়ার তারেক, সহযোগী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, এবং লে. কর্নেল গোলাম রাব্বানী। এ ছাড়াও দেশের খ্যাতনামা হেমাটোলজিস্ট ও রক্তরোগ বিশেষজ্ঞগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই ওয়ার্কশপে Flow Cytometry প্রযুক্তির আধুনিক ব্যবহার, স্যাম্পল প্রস্তুতির কৌশল, যন্ত্র পরিচালনা এবং ডেটা বিশ্লেষণ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন দেশি ও বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি হেমাটোলজি চর্চায় এক নতুন মাত্রা যোগ করবে এবং রক্তরোগ বিশেষ করে ব্লাড ক্যান্সার নির্ণয়ে উন্নত ও দ্রুত চিকিৎসার পথ সুগম করবে।
কর্মশালার সমাপ্তি পর্বে সমাপনী বক্তব্য রাখেন মেজর জেনারেল নিশাত জুবাইদা, অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আদনান হাসান মাসুদ এবং কর্নেল ডা. মনোয়ার তারেক। পরে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এই কর্মশালা Flow Cytometry প্রযুক্তি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের হেমাটোলজি খাতকে আরও শক্তিশালী করে তুলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।