বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
নীলফামারীতে দেড় শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:২৯ PM আপডেট: ১২.১১.২০২৫ ৩:৫৩ PM
নীলফামারীর কিশোরগঞ্জে দেড় শতাধিক সনাতন ধর্মালম্বী পরিবারের নারী-পুরুষ  বিএনপিতে যোগদান করেছেন। এতে আরো ৩ জামায়াতে ইসলামী ও ৭ জাপার রাজনৈতিক দলের সমর্থক যোগদান করেন। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রণচন্ডী ইউনিয়নের বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজিত নির্বাচনী আলোচনা সভা ও যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময়  যোগদানকৃত নবাগতদের ফুলের উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন,সভার প্রধান অতিথি নীলফামারী-০৪(সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর(সাংগঠনিক) রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। 

এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন খান(বাদশা), সাধারণ সম্পাদক মুশফেকুর রহমানসহ উপজেলা ও ওই ইউনিয়ন বিএনপির নেতাকর্মী প্রমুখ। 

সভাস্থলে দেখা গেছে, বাফলা গ্রামের বাসিন্দা চান কেশর দাশের নেতৃত্বে বিভিন্ন পাড়া-মহল্লার সনাতনী পরিবারের নারী-পুরুষ একে একে নেতৃবৃন্দের  ফুলের উষ্ণতায় সিক্ত হয়ে  বিএনপিতে যোগদান করেন।তাদের সাথে যুগপৎ সিদ্ধান্তে আরো ৩ জামায়েত ও ৭ জাপার সমর্থক  যোগদান করেন। এসময় চান কিশর দাস বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে  আমরা আজ সবাই মিলে এক যোগে বিএনপিতে যোগদান করলাম। জনগণের ভাগ্য উন্নয়নে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব এবং ভোট দিব। আজ আমরা বাংলাদেশের মূল স্রোতধারার রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করে নিজেকে গর্ববোধ করছি। 

উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন,আমাদের দল বিএনপি বিশ্বাস করে, দলমত নির্বিশেষে ধর্ম যার যার,রাষ্ট্র সবার।বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি।যা আজ এ মূলনীতির উপর আস্থা-বিশ্বাস রেখে সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ জনগন ও বিভিন্ন রাজনৈতিক দলের  সমর্থক স্বতঃস্ফূর্ত ভাবে বিএনপিতে যোগ দিচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত