পাবনা-১ সাঁথিয়া উপজেলাকে একক আসন বহাল রাখার দাবিতে সাঁথিয়ার সর্বস্তরের জনগণের আয়োজনে বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি শ্রী সুশীল কুমার দাসের সভাপতিত্বে এবং মাহাদী হাসানের পরিচালনায় বক্তব্য দেন সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক আঃ হাই, নজরুল ইসলাম,সাংবাদিক রতন দাসসহ প্রমুখ। সাঁথিয়া নিয়ে কবিতা আবৃত্তি করেন কবি আব্দুল্লাহ আল মামুন।
বক্তারা বলেন, সাঁথিয়া একক আসন আমাদের প্রাণের দাবি। আমাদের দাবি নির্বাচন কমিশন মেনে নেওয়ায় আমরা সাঁথিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সাঁথিয়ার কিছু কুচক্রী মহল বেড়ার সাথে এক হয়ে কোর্টে আপিল করেছে। আমরা জীবন দিয়ে হলেও সাঁথিয়া একক আসন বহাল চাই। সাঁথিয়া আসন নিয়ে কোন রকম তালবাহানা সাঁথিয়াবাসী মেনে নিবেনা।