বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
বিদ্যুৎ গ্রাহকদের দাবিতে মিটার স্থাপন স্থগিত ঘোষণা ইউএনওর
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪১ PM আপডেট: ১২.১১.২০২৫ ৭:৩৭ PM
দিনাজপুরের ফুলবাড়ীতে নেসকোর বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করাকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে বিদ্যুৎ গ্রাহকরা। এতে করে দানা বাধছে গণ আন্দোলন।

এদিকে বিদ্যুৎ গ্রাহকদের আবেদনে প্রি-পেইড মিটার স্থাপন সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী।

বুধবার দুপুরে শতাধিক বিদ্যুৎ গ্রাহকসহ প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে আন্দোলনকারী নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারে কার্যলয়লে গিয়ে, প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্দকরার আবেদন জানালে উপজেলা নির্বাহী অফিসার প্রি-পেইড মিটার স্থাপন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।

জানা গেছে, নর্দান ইলেক্ট্রি সাপ্লাই কোম্পানী নেসকো বিদ্যুতের গ্রাহক পর্যায়ে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করে, কিন্তু বিদ্যুৎ গ্রাহকরা প্রি-পেইড মিটারের নানা প্রতিকুলতার কারণে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদ জানিয়ে আসছে। এ ঘটনায় বিদ্যুতের গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সর্বশেষ চলতি সনের গত ১২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বিদ্যুৎ গ্রাহক ও নেসকো কর্মকর্তাদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সেখানে প্রি-পেইড মিটারের লাভ-ক্ষতি পরিক্ষা-নিরিক্ষার করে গ্রাহকদের সাথে পুনঃআলোচনার পর প্রি-পেইড মিটার স্থাপনের সীদ্ধান্ত হয়। কিন্তু নেসকো কর্মকর্তা গ্রাহকদের সাথে কোন আলোচনা ছাড়ায় বিদ্যুৎ গ্রাহকদে অনুমতি ছাড়ায় প্রি-পেইড মিটার স্থাপন শুরু করে, এতে করে বিদ্যুৎ গ্রাহকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। তারা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল করে।
তেল গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা ফুলবাড়ী কমিটির সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান বলেন, যুগের সাথে তালমিলিয়ে প্রযুক্তি ব্যবহার করার পক্ষে সকলে, কিন্তু সেই প্রযুক্তি যদি জিবন-যাত্রায় পদে পদে হয়রানীর শিকার হতে হয়, সেই প্রযুক্তির প্রয়োজন নাই। তিনি বলেন প্রি-পেইড মিটার বিদ্যুৎ গ্রাহকদের পদে পদে হয়রানি করবে।

জাতীয় নাগরিক পাটি এনসিপির ফুলবাড়ী শাখার আহবায়ক নিশাদ চৌধুরী বলেন, বিগত ফেসিস্ট আওয়ামীলগ সরকারেন রেখে যাওয়া লুটপাটের প্রকল্প হচ্ছে প্রি-পেইড মিটার প্রকল্প এ প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুৎ গ্রাহকরা পদে পদে হয়রানী হবে। তাই এ প্রকল্প বাতিল করার আহবান জানান তিনি।

এদিকে প্রি-পেইড মিটারকে কেন্দ্র করে গণআন্দোলনের দানা বেধেঁ উঠেছে, বিদ্যুৎ গ্রাহকরা ইতোমধ্য কয়েকদফা মানব বন্ধন বিক্ষোভ মিছিল করেছে। আন্দোলনকারী নেতা হামিদুল হক বলেন জনগনের ইচ্ছার বিরুদ্ধে জোর করে প্রি-পেইড মিটার স্থাপন করার চেষ্টা করলে ২০০৬ সালের ন্যায় আবারো গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

এ বিষয়ে জানতে চাইলে নেসকোর ফুলবাড়ী আবাসীক প্রকৌশলী আলেফুর রহমান বলেন, প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত সরকারের, তাই সরকারী কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি কাজ করছেন। তিনি এ বিষয়গুলো নেসকোর কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী বলেন জনগনের আবেদনে প্রি-পেইড মিটার স্থাপনের কাজ সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তিতে গ্রাহক ও নেসকো কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত