রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
ঝিনাইদহ বাস-টার্মিনাল থেকে ৪ রোহিঙ্গা আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:১৯ PM

ঝিনাইদহে ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের বাস-টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃত রোহিঙ্গারা হলেন- মুসলিম, সেকুতারা, দিলারা ও লিচুয়ারা। তারা কক্সবাজারের উখিয়া থানার ট্যাংখালী, বালুখালী ও জামতলী ক্যাম্পের বাসিন্দা। 


ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দর্শনাগামী সেন্ট মার্টিন নামক বাসে কয়েকজন নারী-পুরুষ মাদক বহন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসায়। পরে ওই বাসটির গতিরোধ করে দুপুরে সন্দেহভাজন ৩ নারী ও ১ পুরুষকে আটক করা হয়। 


তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা রোহিঙ্গা শরণার্থী। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাচ্ছিল। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত