টঙ্গীতে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে নৌকা ও ট্রাক সমর্থকদের মধ্যে সংঘর্ষ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৯:০৭ PM (Visit: 212)

নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে নৌকা সমর্থক ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের  মধ্যে মারামারির অভিযোগ উঠেছে। 

রবিবার বিকালে হাজী মাজার বস্তি এলাকায় এ ঘটনা যটে। এসময় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আানে।   

এ ঘটনায় লাল চান (৩৫) নামে একজন ট্রাক প্রতিকের সমর্থককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে গত শুক্রবার দুপুরে একই এলাকা নির্বাচনী প্রচারনা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে এবং দুই গ্রুপকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে কোন অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy