রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
“বাংলাদেশের বিজয় দিবস, উন্নয়ন ও গণতন্ত্র” শীর্ষক আলোচনা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৪ PM
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ খুলনা বিভাগ এর আয়োজনে “বাংলাদেশের বিজয় দিবস, উন্নয়ন ও গণতন্ত্র” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর রবিবার দুপুর ১২টায় সোনাডাঙ্গাস্থ আইইবি ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল , বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খুলনা ওয়াসার এমডি প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রকৌশলী কাজী খাইরুল বাশার। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ খুলনা বিভাগীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌশলী এমডি কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. প্রকৌশলী সোবহান মিয়া ও প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে কুয়েট, খুবি, ওজোপাডিকো, পিডিবি, এলজিইডি, খুলনা ওয়াসাসহ খুলনা অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন প্রকৌশলী নিবির মন্ডল, প্রকৌশলী ইলোরা নাহিদ, প্রকৌশলী ড. জুলফিকার হোসেন, প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রকৌশলী রাফিজুল ইসলাম, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মাহফুজুর দারাইন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় প্রমূখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত