শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
কেন্দুয়ায় শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৫ PM আপডেট: ১৫.০২.২০২৩ ১২:২১ PM

নেত্রকোনার কেন্দুয়ায় ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম প্রমূখ।

সভাপতি ইউএনও কাবেরী জালাল উপস্থিত সকলের আলোচনার প্রেক্ষিতে ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রভাতফেরি, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন পাশাপাশি উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিনীত ভাবে অনুরোধ করেন।

এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম জিলানী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামিরুল হক, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বাঙ্গালী, সাংবাদিক নাট্যকার রাখাল বিশ্বাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দসহ সুধীমহল উপস্থিত ছিলেন। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত