রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
বিজয়নগরে বিজিবি’র অভিযানে ১০৭ কেজি গাঁজাসহ দুইটি গাড়ি জব্দ
আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৬:৪৯ PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সেজামুড়া এলাকা থেকে ১০৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। সোমবার ভোর রাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেজামোড়া দক্ষিণপাড়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে অভিযান চালিয়ে এ ১০৭ কেজি গাঁজা জব্দ করে বিজিবি সদস্যরা। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা পালিয়ে যায়।

মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের নায়ক মোহাম্মদ ইউছুফ জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া এলাকায় বিজিবির বিশেষ টিমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গাঁজাসহ দুইটি গাড়ি জব্দ করে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, বিজিবির বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এসয় মাদক বহনকারী একটি ডিস্ট্রিক্ট ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। মাদক চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাঁজা. বিজিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত