বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
সমাজকল্যাণ ফেডারেশনের আহ্বায়ক লায়ন, সদস্য সচিব পলাশ
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১২:০৯ PM আপডেট: ২৫.০৩.২০২৩ ১:৫৬ PM
সীতাকুণ্ড উপজেলার নিবন্ধিত সেচ্ছাসেবী ও যুব সংগঠন সমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন এর ২৩ সদস্য বিশিষ্ট আহ্বয়াক কমিটি নির্বাচিত হয়েছে। আহ্বায়ক- লায়ন মো. গিয়াস উদ্দিন (কাকলী), সদস্য সচিব পলাশ চৌধুরী (ইপসা)।

শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক লায়ন মোঃ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাজু কামাল (অগ্রদূত), গাজী সামসুল আলম (উদিয়মান সমিতি), এ কে এম মসিউদদৌলা (বর্ণালী), মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী (ইপসা), মো.সোহেল (স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি),নুরুল আবছার (ভাটিয়ারী একাদশ), এম ও এইচ কাইয়ুম (প্রতিভা সমাজ উন্নয়ন সংস্থা), মো. আবু তাহের (গরীবের বন্ধু ফাউন্ডেশন), মো. ওমর ফারুক (সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন), 

এছাড়া উপস্থিত ছিলেন, আহমদ আরমান সিদ্দিকী (মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন), মফিজুর রহমান সাজ্জাত (চক্রবাক ক্লাব), মো. ইকবাল হোসেন টিপু (গোলাবাড়ীয়া ক্লাব), আজমল হোসেন হিরু (মনিষা), এড. মো. সরোয়ার হোসেন লাভলু (দিশারী যুব ফাউন্ডেশন), রাশেদা আক্তার (হাসনাবাদ সমাজ উন্নয়ন সংস্থা), কাজী আলী আকবর জাসেদ (বিবর্তন), মো. মনিরুল আজিম হেলাল (চেতনা), লিটন চৌধুরী (সীতাকুণ্ড প্রেস ক্লাব), মো. বেলাল হোসেন (সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি), ইঞ্জিনিয়ার মো. কামরুদৌজা (সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম), জেসমিন আক্তার, (যুব-নারী উন্নয়ন ও প্রতিবন্ধী সহায়ক সংস্থা)।

বাবু/এনএইচ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সীতাকুণ্ড   যুব সংগঠন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত