রাজধানীর ভাটারায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন মির হাসান নামের এক ভুক্তভোগী। তাকে অপহরণ করে চক্রটি মুক্তিপণ বাবদ প্রায় আড়াই লাখ টাকার বেশি নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী মির হাসান বসুন্ধারা আবাসিক এলাকার ব্লক জি, আফরোজা বেগম রোড থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে জোর পূর্বক অপহরণ করে। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে জি ব্লক ২৪ নং রোডে নিয়ে যায় এবং সবাই মিলে মারধর করতে। এরপর সাথে থাকা ৫৫ হাজার ও ব্যাক্তিগত নগদ নম্বর থেকে অপহরণকারী জয় এর মোবাইল নম্বরে ১৫ হাজার ২০০ টাকা নিয়ে নেয়।
তিনি এজাহারে উল্লেখ করেন, অপহরণকারীরা তার মোবাইল ফোন থেকে তার অফিসের প্রধান সজিব আহম্মেদ এর নিকট ফোন করে আরও দুই লক্ষ টাকা নিয়ে আসতে বলে যদি টাকা না নিয়ে আসে তাহলে তারা আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ বিষয়ে পুলিশ ও অন্য কাউকে বললে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। প্রাণে বাঁচার তাগিদে আমি টাকা দিলে তারা আমাকে ছেড়ে দেয়।
ভুক্তভোগী মির হাসান বলেন, এদের সঙ্গে আমার কোন পূর্ব পরিচয় কিংবা লেনদেনও নাই। হটাৎ করে তারা এসে আমাকে ধরে নিয়ে গিয়ে ব্যাপকহারে মারধর করে । পরে আমার নিকটে থাকা টাকা ও পরে আরো ২ লাখ টাকা দেয়ার পর গভীর রাতে তারা আমাকে ছেড়ে দেয়। আমি লোকজনের সঙ্গে কথা বলে তাদের কয়েকজনের নাম পেয়েছি। এরা হলো, মাহমুদুল হাসান অঞ্জন, লুৎফর রহমান হিমেল, জয়, মিনালসহ আরো কয়েকজন বসুন্ধারার ভেতরে এ ধরনের কাজই করে থাকে। তাদের নাম দিয়ে থানায় অভিযোগ দিয়েছি।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে।
-বাবু/এ.এস