বিজয় দিবসে পতাকা লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
বিজয় দিবসে পতাকা লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ১২:০০ PM (Visit: 238)

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিজয় দিবস উপলক্ষে বাসার ছাদে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. সুজন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুজন দর্জির (সেলাই) কাজ করতো।

সুজনের মা অরুনা বেগম জানান, শুক্রবার দিবাগত রাতে কাজ শেষ করে বাসায় এসে, ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) উপলক্ষে বাংলাদেশের পতাকা লাগানোর জন্য বাড়ির ছাদে ওঠে সুজন। সেখানে পতাকা লাগাতে গিয়ে বৈদ্যুতিক লাইনের সঙ্গে লেগে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে রাত পোনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মো. জালাল মিয়ার ছেলে সুজন কামরাঙ্গীরচরের নার্সারি মোড়ের ৪ নম্বর গলিতে ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো। আর ওই বাসার দ্বিতীয় তলার  ছাদে এ দুর্ঘটনা ঘটে।

সুজনের বাবা জালাল মিয়া পুরানো কাপড় কিনে নিয়ে আসতেন। সেগুলোর প্রয়োজন মতো কাটা-সেলাইয়ের কাজ করতো ছেলে সুজন। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy