রাজধানীতে পেট্রল বোমাসহ ছাত্রদল কর্মী গ্রেপ্তার

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
রাজধানীতে পেট্রল বোমাসহ ছাত্রদল কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৪:০১ PM (Visit: 244)

বিএনপির হরতাল-অবরোধের সময় ঢাকার বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের পেট্রোল বোমা ও ককটেল সরবরাহ করার অভিযোগে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তারা হলেন মো. নয়ন (২২) ও মো. আলামিন (২৩)। রাজধানীর কদমতলীর শ্যামপুর পালপাড়া মন্দির এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

বুধবার র‍্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে বলেছে, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুঁড়া উদ্ধার করা হয়।

ছাত্রদলের এই দুই কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র‌্যাব বলছে, ‘বিএনপি ও যুবদলের নেতাদের নির্দেশে’ নয়ন ও আলামিন এ কাজ করে আসছিলেন।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয় “গত ২৮ অক্টোবর থেকে নির্বাচন বানচল করার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা অবরোধের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, অটোরিকশা, লেগুনা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যান ভাঙচুর করেছে ও পুড়িয়ে দিয়েছে।

রাজধানীতে পেট্রল বোমা ও ককটেলসহ ছাত্রদলের ২ কর্মী গ্রেপ্তার “এছাড়া ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে আহত করে। তাদের হামলায় গত ২৮ অক্টোবর পুলিশের এক কনস্টেবল মারা যান। “

ওই সময় থেকে ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে এসব নাশকতাকারীদের গ্রেপ্তার করছে বলে জানিয়েছে র‍্যাব।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy