সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
ডিমলায় ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৩:৩৮ PM
নীলফামারীর ডিমলায় আসন্ন ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রর্তীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার। এ উপলক্ষে সোমবার (২৬ জুন) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস সরকার বৈধ প্রার্থীদের মাঝে প্রর্তীক বরাদ্দ প্রদান করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারে ডিমলা ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খগা খড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম লিথন (চশমা), আনোয়ার হোসেন (মোটরসাইকেল), মো. রফিকুল ইসলাম (আনারস)।

অপর দিকে টেপা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ময়নুল হক (চশমা), মো. আফছার আলী (মোটরসাইকেল), মো. রবিউল ইসলাম শাহিন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদ।

গয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আমজাদ হোসেন সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান  মো: সামছুল হক (অটোরিক্সা), মো. শরীফ ইবনে ফায়সাল মুন (আনারস),  মো. আনোয়ারুল হক (ঘোড়া), মো: কামরুজ্জামান (চশমা), মো: রুকুনুজ্জামান (মোটরসাইকেল), মো: লুৎফর রহমান (টেবিল ফ্যান)।  
এছাড়াও ৩টি ইউনিয়নের প্রার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ সদস্য ও মহিলা সংরক্ষিত আসনের সদস্যদের বিভিন্ন ধরনের প্রতীক বরাদ্দ প্রদান করেন।

এ বিষয় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও ডিমলা ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার বলেন, ১৩৯ জন বৈধ প্রার্থীর মাঝে সুষ্ঠুভাবে প্রর্তীক বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামী ১৭ জুলাই ২০২৩ ভোট ব্যালটের মাধ্যমে ২৭টি কেন্দ্রে ১৬০টি বুথে ভোট সম্পন্ন হবে ইনশাল্লাহ্।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত