ঢাকার কেরানীগঞ্জের শাক্তা জিয়া নগর এলাকায় স্থানীয় ভুমিদস্যুদের কাছে বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় সৌদি প্রবাসীর পাকা বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। ভুক্তভোগী প্রবাসী সালাহ উদ্দিনের স্ত্রী হেনা বেগম অভিযোগ করেন। গত এক বছর ধরে তাদের বাড়ি বিক্রি করার প্রস্তাব দিয়ে আসছে এলাকার কয়েকজন লোক। বাড়ি বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ার ভুমিদস্যুদের পক্ষে সাইদ, জুয়েল, দেলোয়ার, সালাম, শাহ আলম ও মামুন সহ ১০/১২ জন দুর্বৃত্তরা সোমবার (২২ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় বাড়ি ভাড়াটিয়া দের আসবাবপত্র সহ চারটি রুম এবং একটি রান্নাঘর ভেঙ্গে ঘুড়িয়ে দিয়েছে। এব্যাপারে (২৪ আগষ্ট দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার প্রবাসীর স্ত্রী বাদি হয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছন।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান বাদির অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ি ভাঙ্গার সাথে যারাই জড়িত। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় থানায় মামলার অজু করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মামলার লিখিত বর্ণনায় উল্লেখ করা হয় ২০০৫ সালে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চামটা এলাকার স্থায়ী বাসিন্দা সালাহ উদ্দিন সৌদি প্রবাসে থাকা অবস্থায় ঢাকার কেরানীগঞ্জে মালঞ্চ মৌজায় সাড়ে সাঁত শতাংশ জমি সৌদি প্রবাসী সালাউদ্দিন জমি কিনে ভরাট করে পাকা বাড়ি নির্মাণ করেন। বর্তমানে বাড়িটিতে একটি মুদি দোকান সহ চারটি ভাড়াটিয়া পরিবার বসবাস করা অবস্থায় দুর্বৃত্তরা বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান,বাড়ি ভাঙ্গার ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। ভিডিও দেখে অপরাধীদের সনাক্ত করা হয়েছে। অবিলম্বে তাদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়া দিন রয়েছে।