রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
হরিরামপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার তিন
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১২:১০ PM

মানিকগঞ্জের হরিরামপুরে হরিরামপুর উপজেলা শাখা কার্যালয় অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক বারোটা - একটার মধ্যে উপজেলা সদরের অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৮ জন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। মামলায় সামাদ, বোরহান ও আসাদ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শামিম খান।

উপজেলা আওয়ামী লীগ অফিসের বিপরীত পাশে বাড়ি ও উপজেলার মুদি দোকানদার, ডাব বিক্রেতা মাঈনুল হোসেন বলেন, গতকাল রাত বারোটার পরে হঠাৎ বিকট শব্দ পাই। সেটা ককটেল না পটকা বাজি তা বলতে পারবোনা। আমরা বাড়ি থেকে বের হইনি। সকালে শুনি আওয়ামী লীগের অফিসে হামলা হয়েছে।

হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বলেন, আজ ভোর পাঁচ টার দিকে কৃষক লীগের সদস্য সচিব আমাকে কল দিয়ে ঘটনা জানান। আমাদের অফিসে ককটেল হামলা করা হয়েছে। হামলা ও ককটেল বিস্ফোরণে নতুন অফিসের গ্রিলের পাশে টাইলস ভেঙে গেছে। জানালায় ও দেয়ালে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে থানায় মামলা করেছি।

আসামি কারা জানতে চাইলে বলেন, হামলায় সন্দেহভাজন হিসেবে বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম খান বলেন, বিএনপি নেতাকর্মীরা তো এলাকায়ই নেই। তারা কিভাবে হামলা করবে? বিএনপি কখনো এ ধরনের কাজ করেনা। হামলা কে বা কারা করেছে জানিনা। কোন বিএনপির নেতাকর্মী জড়িত নয়।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু বাদী হয়ে ৪৮ জনের নামে মামলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে গত রাতেই তিনজন বিএনপির পদধারী নেতাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ককটেল বিস্ফোরণ   আওয়ামী লীগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত