সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
নয়াপল্টনে বিএনপির মিছিলে রাঙ্গাবালীর যুবলীগ নেতা
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ১:৫৮ PM
সরকার পতন আন্দোলনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছে রাত থেকে। সেই স্থানে সরকারি দলকে ঘিরে উস্কানিমূলক মিছিল করছে আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীরা। আর সেই মিছিল মুঠোফোনে ভিডিও চিত্র ধারন করছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল। 

গতকাল (২৭ অক্টোবর) রাত ১০ টায় বেসরকারি টেলিভিশন এটিএনবাংলা’র এক লাইভে এ চিত্র দেখা যায়। সেই লাইভে দেখা গেছে, আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীরা মহাসমাবেশ সফল করার লক্ষে নানা ধরনের স্লোগান দিচ্ছেন  আর সেই স্লোগানের ভিডিও চিত্র ধারণ করছে রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী এই নেতা। 

এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর পরপরই যুবলীগের এই নেতা তার নিজস্ব ফেইসবুক আইডিতে ঘটনারদিন তার উপস্থিতি নিশ্চিত করে স্টাটাস দিয়ে গুজবে কান দেয়ার আহবান জানান। 

সেখানে তিনি লিখেছেন,‘ইসলামীয়া স্পেশালিষ্ট হসপিটালে আমার অসুস্থ নানাকে দেখতে যাই। ফেরার পথে নয়া পল্টনে এটিএন নিউজ এর ক্যামেরা বন্দি হই। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যে অপবাদে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।’

এদিকে জেলা যুবলীগ ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন মশিউর রহমান শিমুল বিএনপির কেন্দ্রীয় মিছিলে যেতে পারে না। তবে এধরনের আচরণ দলীয় গঠনতন্ত্রের লঙ্ঘন কি না এমন প্রশ্নে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন কোন মন্তব্য করেনি। এ বিষয়ে মন্তব্য জানার জন্য রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুলকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

তবে তার দেয়া সেই স্টাটাসের মন্তব্যে এক প্রশ্নে তিনি লিখেছেন, বিএনপির লাফালাফি আর পাগলের বকবকানি দেখে খুবই হাস্যকর লাগলো। তাই একটু ক্যামেরা বন্দি করলাম।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল মুঠোফোনে বলেন,‘ বিএনপির মিছিল দেখলে এড়িয়ে যাই। হয়তো কেউ যদি মিছিলের ভিতরে পরে যায় সেটা ভিন্ন কিন্তু যদি মিছিলের ভিতরে থাকে সেটা তো সংগঠন পরিপন্থী কাজ। ভিডিও দেখে তাকে জিজ্ঞেস করবো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত