বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার ও প্রতারণার ৪৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আসামিরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদীর মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ আকিল (২৪) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দধি মন্ডল এর ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর নগরের সদর থানায় একটি বিকাশ ও নগদ একাউন্টসহ মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় মামলা হয়। মামলাটি তদন্তের জন্য, গত ২৩ নভেম্বর মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) এ পাঠানো হয়। ডিবি উত্তর এর একটি চৌকস টিম মামলাটি তদন্ত শুরু করে এবং নগরের টঙ্গী ও কালিয়াকৈর এলাকা হতে দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ কালে জানা যায়, গ্রেপ্তারকৃত ২ আসামি অনেকদিন আগে থেকেই বিকাশ ও নগদ এজেন্ট দোকানদারদের টার্গেট করতেন। তারপর সুবিধামতো রাতে অথবা দিনের যে কোন সময় মোবাইল ফোনটি চুরি করতেন। এবং অত্যন্ত সুকৌশলে পিন নাম্বারটি জেনে রাখতেন।
তদন্ত শেষে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা পাওয়া যায়। বাদীর মোবাইল ফোন চুরি করার পর বিকাশ ও নগদ একাউন্ট হতে তিন লক্ষ ৪০ হাজার ৯০০ টাকা বিভিন্ন পার্সোনাল ও এজেন্ট নম্বরে লেনদেন করা অবস্থায় দেখা যায়।