‘সারা বিশ্বে সবসময়’ স্লোগান'কে সামনে নিয়ে শুরু হলো সরকার অনুমোদিত আইপি টেলিভিশন রাজধানী টিভির আনুষ্ঠানিক পথচলা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ ঢাকা ক্লাবে জমকালো আয়োজনে ফিতা ও কেক কেটে টেলিভিশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির সুবর্ণ সময় অতিক্রম করছে বাংলাদেশ। প্রযুক্তির জন্য সারা বিশ্ব এখন হাতের মুঠোয়। তিনি বলেন, রাজধানী টিভিকে অন্যান্য টেলিভিশন থেকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে শিক্ষিত ও দক্ষ জনবল বাড়াতে হবে।
রাজধানী টিভির চেয়ারম্যান এম এ এস ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অতিশ দীপংকর ইউনিভার্সিটির ভিসি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পুলিশের ডি আই জি মোল্লা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব রামিজ উদ্দিন, যুগ্ম সচিব ড. ফেরদৌস আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, আইপি টিভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিরাজ খান, জাগরনী টিভির প্রধান সম্পাদক এফ এম শাহিন, নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক দুলাল মিজি, মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ, বিটিভির পরিচালক জগদীশ এশ।
রাজধানী টিভির চেয়ারম্যান এম এ এস ইমন আহমেদ শুভেচ্ছা বক্তব্যে টেলিভিশন মিডিয়ার মাধ্যমে মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার অঙ্গীকারের কথা বলেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজধানী টিভি'র পরিচালক ও সি, ই, ও ইলিয়াস হোসেন লিটন, রাজধানী টিভির পরিচালক জিয়াউদ্দিন আহমেদ শিপু, সৈয়দ হেমায়েত হোসেন, দীপক বিশ্বাস, শরীফ রেজা পান্না, আতিকুর রহমান স্বপন ও সারেক রায়হান শিশির।