সোমবার ১১ নভেম্বর ২০২৪ ২৭ কার্তিক ১৪৩১
সোমবার ১১ নভেম্বর ২০২৪
ঝালকাঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:৩৩ PM
ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন শাহীনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। 

গতকাল শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক  মো. সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি একটি শান্তিকামী দল। সর্বদাই মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে। কিন্তু ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার একটি বাহিনী দিয়ে সন্ত্রাসের রাম রাজতত্ত্ব কায়েম করেছেন। 

তিন ইতিমধ্যে কয়েকটি পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। গাবখান সেতুর টোল ঘর থেকে লোকজন তাড়িয়ে দিয়ে তাঁরা টাকা তুলছেন। এছাড়াও ঝালকাঠিতে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাট করেছেন। ইতিমধ্যে সে ২ কোটি টাকার অধিক অর্থ হাতিয়ে নিয়েছে। এমন তথ্য আসার পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা দলের হাইকমান্ডকে জানাই। পরবর্তীতে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সদস্য সচিব শাহাদাৎ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেলা বিএনপি নামের আইডি থেকে সরাসরি লাইভে এসে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

এ বিষয়ে বহিষ্কৃত নেতা শামীম তালুকদারের বক্তব্য জানার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

এদিকে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মো. বাহাদুর গাজীকে দলে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির আহবায়ক কমিটির (দপ্তরের দায়িত্বে থাকা) সদস্য মিজানুর রহমান মুবিন গতকাল রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তার বহিষ্কারাদেশ জেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাৎ হোসেন কার্যকর করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত