আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে পুঁজিবাজারের বিভিন্ন বিষয় সংক্রান্ত এক মতবিনিময় সভা বিএসইসি ভবনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ড.এটিএম তারিকুজ্জামান, সিপিএ, কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং আইসিবি’র মহাব্যবস্থাপকগণ সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।