<
শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
শনিবার ২৭ জুলাই ২০২৪
নিয়মিত মেথি ভেজানো পানি খেলে কী হয়
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮:০৪ PM আপডেট: ১৬.০৩.২০২৩ ৮:৪৩ PM

মেথি ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। সামান্য মেথি খাবারের স্বাদ ও গন্ধ বদলে দেয়। যারা ডায়াবেটিস বা পরিপাক সম্পর্কিত সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই মেথি খুবই উপকারী। 

এ ছাড়া ডায়াবেটিসের ঝুঁকি, রক্তচাপ নিয়ন্ত্রণ, ক্যান্সারের জীবানু ধ্বংস, কোষ্ঠকাঠিণ্য প্রতিরোধে সাহায্য করে মেথি।

খালি পেটে মেথি ভেজানো পানি খাবার যত উপকারিতা

১. মেথিতে থাকা অ্যামিনো অ্যাসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন তৈরিতে সাহায্য করে। গবেষণায়  দেখা গেছে, নিয়মিত মেথি পানিতে ভিজিয়ে রেখে সে পানি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে আসে।

২. মেথির মধ্যে দ্রবণীয় ফাইবার থাকে, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। মেথিতে থাকা পটাশিয়াম ও ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 

৩. মেথির দানা ক্যান্সারের মতো রোগের প্রকোপও কমায়। মেথির ট্রাই গ্লিসারাইড এস্ট্রোজেন ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে ভূমিকা রাখে। পাশাপাশি এসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকে দুরে রাখে।

৪. মাতৃদুগ্ধ বাড়াতে বিকল্প হলো মেথি তাই সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।

৫. পিসিওএস ও পিসিওডি নামক রোগ নিরাময়ে মেথি কাজে লাগে। মেথি মাসিক নিয়মিতকরনে ভূমিকা রাখে।

মেথি কিভাবে খাবেন

এক গ্লাস পানিতে ১/২ চা-চামচ মেথির দানা সারারাত ভিজয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিগুলো ছেঁকে পান করুন।

লেখক: মানতাসা তাসনিম, সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট শীপ ইন্টারন্যাশনাল হাসপাতাল।

বাবু/ এনবি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেথি   উপকারী  







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত