<
  ঢাকা    বুধবার ২৯ নভেম্বর ২০২৩
বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শূন্য থেকে ছয়, বড়দের লোশন নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৫:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকও পরিবর্তন হয়। বড়রা না হয় সেই পরিবর্তনের সাথে মিল রেখে বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারে।

কিন্তু আপনার আদরের সোনামণির ত্বকের যত্নে? শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের ত্বক সাধারণত  বড়দের তুলনায় পাঁচ গুণ পাতলা। তাই ওদের চাই বেশি যত্ন।
 
বড়দের লোশনের ময়েশ্চারাইজার বাবুর ত্বকের জন্য যথেষ্ট না। এমনকি এগুলোতে থাকে ক্ষতিকর রাসায়নিক উপাদান যেমন প্যারাবেন, আর্টিফিশিয়াল ডাই এবং ব্লিচ যা শিশুদের ত্বক, চোখে ও মুখে গিয়ে ওদের ভয়াবহ ক্ষতি করে। এই উপকরণগুলো শিশুর ত্বকে র‌্যাশ, লালচে ভাব এবং অস্বস্তি তৈরি করে।  
বাবুর জন্য তাই দরকার রিচ ময়েশ্চারাইজার সমৃদ্ধ মেরিল বেবি লোশন যা ওদের নরম, কোমল ত্বককে সুরক্ষায়, যত্নে আগলে রাখে।
 
পাঁচ গুণ পাতলা হওয়ায় বাবুর ত্বক একটু পরপরই শুষ্ক হয়ে যায়। রিচ ময়েশ্চারাইজার দীর্ঘক্ষণ ত্বককে সুরক্ষিত রাখে। বাবু থাকে আরামে তাই আপনিও থাকেন নিশ্চিন্তে। তাই বাবুর ত্বকের যত্নে চাই প্যারাবেন, আর্টিফিশিয়াল ডাই এবং ব্লিচমুক্ত বাবুর জন্য বিশেষভাবে তৈরি মেরিল বেবি লোশন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সাউথ বেঙ্গল গ্রুপ কর্তৃক প্রকাশিত
সম্পাদক ও প্রকাশক : মো. আশরাফ আলী
ভারপ্রাপ্ত সম্পাদক : রফিকুল ইসলাম রতন
আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
ফোন : ০২-৪৮৮১১০৬১-৩, ই-মেইল : thebdbulletin@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত