বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৬:১৪ PM
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

রোববার (১৪ জানুয়ারী) সংগঠনের কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতী ঘোষ, গোলেনুর বেগম, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, প্রচার সম্পাদক শুকলা কুন্ডু, সদস্য রেহেনা বেগম প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আকতার বলেন, আমাদের অনেকের অর্থ আছে, বিত্ত আছে, সহায়-সম্পদও আছে। এ সব কিছুর সাথে আমাদের বিবেকটা একটু জাগ্রত করতে পারলে আমরা নিজেরাই শীতার্ত মানুষের জন্য কিছু করতে পারি। নিজের আয়ের সামান্য কিছু অংশ দিয়ে তাদের কয়েকটি কম্বল অথবা শীতবস্ত্র কিনে দিতে পারি। আমরা যদি প্রত্যেকে অন্তত একজনের পাশে দাঁড়াই তাহলে ১০ জন দশজনের পাশে দাঁড়ানো হবে। এটা আমাদের মানবিক দায়িত্ব। আমাদের মানবিক দায়িত্ববোধই পারে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত