বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
ঘাটাইলে চোর ধরতে গিয়ে প্রাণ হারাল ব্যবসায়ী
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৬:২৯ PM
টাঙ্গাইলের ঘাটাইলে চোর ধরতে গিয়ে মোঃ মানিক (৫০) নামে এক সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে ঘাটাইল পৌর এলাকায় বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত মানিক পৌর এলাকায় বাজারের মুরগি হাটের পাশে ভাড়া বাসায় থাকতেন। বাসার পাশেই তার সিলিন্ডার গ্যাসের দোকান। তিনি মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের নুরুল ইসলাম মাস্টারের ছেলে।

নিহত মানিক এর ছেলে মোঃ শাহেদ জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে সিএনজি যুগে একটি চোর দোকান থেকে গ্যাস সিলিন্ডারের বোতল চুরি করে পালানোর সময় বাবা দেখে ফেলে এবং দৌড়ে চোর ধরতে গেলে তার স্ট্রোক হয়। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে গত শুক্রবার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপীনপুরে গরু চুরি করে নেয়ার সময়  এক চোরকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপার্দ করেছে।

স্থানীয় ব্যবসায়ীরা ও এলাকাবাসী জানান, ঘাটাইলে চোরের উপদ্রব বেড়েই চলেছে। মসজিদের ব্যাটারী, মাইক, পানির মোটর, মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজিবাইক, গরু-ছাগল, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় দামি জিনিসপত্র চুরি হচ্ছে। এজন্য উৎকণ্ঠায় রাত কাটাচ্ছি আমরা।

এ বিষয়ে ঘাটাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ মিয়া জানান, এলাকার চিহ্নিত চোর ও মাদককারবারিদের ব্যাপারে পুলিশের নজরদারি বাড়াতে হবে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, চুরিসহ সব অপরাধ থামাতে কাজ করে যাচ্ছি। তবে পুলিশের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত