সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
পরিবহনে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলেন এমপি নজরুল ইসলাম
ময়মনিসংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৩:০৪ PM
ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম বলেছেন, তার এলাকায় পরিবহনে কোন ধরনের চাঁদাবাজি, হাটে-বাজারে অতিরিক্ত টাকা আদায়, মানুষের জমিদখল, ভূমি অফিস ও সাবরেজিস্ট্রার অফিসে সাধারণ মানুষকে হয়রানী, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ কোন ধরণের দুর্নীতি অনিয়ম চলতে দেয়া হবে না। তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে সড়ক পথে মুক্তাগাছার বিভিন্ন পয়েন্টে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলে আসা চাঁদাবাজি বন্ধে কড়া নির্দেশ দেন। 

গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আরকে মডেল সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত নবনির্বাচিত এমপিকে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার নির্বাচনী ব্যানার মুক্তিযোদ্ধা জনতার মঞ্চ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতি ছিলেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, কাজী আজাদ জাহান শামীম, বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এড. ইদ্র্রিস আলী আকন্দ, রেজাউল করিম রেজা, মুশফিকুর রহমান মশিউর, আনন্দ মোহন কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মুকুল সরকার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সিদ্দিকুজ্জামান সিদ্দিক, দেবাশীষ ঘোষ বাপ্পী, রফিকুল ইসলাম মানিক, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম নাসির, রেজাউল করিম, জাহিদুল ইসলাম বিটুল, আক্রাম হোসেন জনি প্রমুখ। 

অনুষ্ঠানে প্রায় সকল বক্তাই বলেন, আওয়ামী লীগ সরকার টানা কয়েক মেয়াদে ক্ষমতায় থাকায় সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে কিন্তু মুক্তাগাছার মানুষ তা থেকে পুরোপুরি বঞ্চিত হয়েছে। এখান থেকে নির্বাচিত এমপি গত ৫ বছর সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকলেও তার নিজের এবং নির্দিষ্ট সিন্ডিকেটের আখের গোছানো ব্যতিত সাধারণ মানুষের উন্নয়নে কোন কাজ করেননি। বক্তারা দাবী করেন, সদ্যবিদায়ী সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদের সময়ে মুক্তাগাছায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ৩০ বছর পিছিয়ে দেয়া হয়েছে, ঐতিহ্যবাহী পৌর পাঠাগারটি তালা বন্ধ করে রাখা হয়েছে, অসংখ্য মানুষের জায়গাজমি দখল করা হয়েছে, যুবলীগ নেতা আসাদকে হত্যাসহ আওয়ামী লীগের বহু নেতাকর্মীর ওপর একের পর এক সন্ত্রাসী হামলার মধ্যদিয়ে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করা হয়েছে। সেই সাথে মুক্তাগাছায় বিভিন্ন সড়কে দরিদ্র অটোরিকশা চালক, সিএনজি চালকদের কাছ থেকে এবং বিভিন্ন পরিবহণ থেকে প্রতিদিন চাঁদাবাজি করা হচ্ছে। ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করার মধ্যদিয়ে মুক্তাগাছার মানুষ অপশক্তির চলমান অনিয়ম, দুর্নীতির প্রতি অনাস্থা জানিয়েছে উল্লেখ করে বক্তারা অনতি বিলম্বে এই চাঁদাবাজি বন্ধসহ সকল ক্ষেত্রে পরিবর্তনের দাবী জানান। 

জবাবে নবনির্বাচিত এমপি কৃষিবিদ নজরুল ইসলাম, সড়কে চাঁদাবাজি বন্ধ, দ্রুত সময়ের মধ্যে পৌর পাঠাগার খুলে দিতে, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার মানুষ ফুলের তোড়া, ফুলের মালা, ক্রেস্ট, উত্তরীয়সহ নানা উপঢোকন দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধিত করেন। বিকাল তিনটা থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপী মানুষের শুভেচ্ছা গ্রহন করেন নতুন সংসদ সদস্য।

উল্লেখ্য এবারের নির্বাচনে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে চলমান এমপি থাকা সত্বেও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবুকে বাদ দিয়ে আওয়ামী লীগ নৌকা প্রতীকে মনোনয়ন দেয় সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে। পরে এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে দলীয় সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেন আব্দুল হাই আকন্দ। পরে একমাত্র মেয়েকে নিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে এলাকায় এসে নিজের বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সমর্থন নিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কৃষিবিদ নজরুল ইসলামের পক্ষে নির্বাচন করতে মাঠে নামেন আব্দুল হাই আকন্দ। 

দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের অপর অংশকে সঙ্গে নিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ লাঙ্গল প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ মুক্তির পক্ষে ভোট যুদ্ধে অবতীর্ণ হন। নির্বাচনে আব্দুল হাই আকন্দ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত