বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ২ জনের
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ৩:৫৩ PM
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ২ জনের। নিহতরা হল,  জেলার নগরকান্দা উপজেলার পৈলানপুর্টি গ্রামের মৃত্যু ওয়াজেদ শেখ এর পুত্র বাসু শেখ(৭০) ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের আব্দুল করিম শেখ (৬৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ওয়েলকাম পরিবহনের ধাক্কায় পথচারী বাসু শেখ গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা হাসপাতাল এবং পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, গত শুক্রবার রাতে পৌরসভার খাড়াকান্দি এলাকায় বাস লেগুনা সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আঃ করিম শেখ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় । ওই ঘটনায় ৪ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছিল। উক্ত দুর্ঘটনায় এপর্যন্ত নিহতের সংখ্যা দাড়াল ৫ জন । 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত