বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
মোংলা বন্দরে অর্থবছরের প্রথম দিনেই ৪টি বিদেশি জাহাজ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:৩০ PM
২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর সকল কার্যক্রমে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, কন্টেইনার পরিবহন, গাড়ি আমদানি এবং আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে। এরই ধারাবাহিকতায় নতুন অর্থবছর ২০২৫-২৬-এর প্রথম দিনেই (মঙ্গলবার রাতে) বন্দরে একাধিক গুরুত্বপূর্ণ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন করেছে।

বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে বন্দরের ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ (ঞঊটং) কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু নোঙর করে। ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে অবস্থান করছে পানামা পতাকাবাহী এমটি হাইয়ং। ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে ভিড়েছে সিয়েরা লিওন পতাকাবাহী এমভি হিস্ট্রি এডওয়ার্ড। এদিকে ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ পণ্য নিয়ে অবস্থান করছে পানামা পতাকাবাহী এমভি ডি এস প্রপার্টি। 

এছাড়াও বন্দরের চ্যানেলের বিভিন্ন স্থানে মোট ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এর মধ্যে হাড়বাড়িয়া এলাকায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি এবং এলপিজি জেটিতে ১টি জাহাজ নোঙর করেছে। এইসব জাহাজে বহন করা পণ্যের মধ্যে রয়েছে রূপপুর প্রকল্প ও পাওয়ার গ্রিড কোম্পানির মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট উৎপাদনের কাঁচামালসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য।

বন্দর কর্তৃপক্ষ জানায়, অর্থবছরের শুরুতেই এমন জাহাজ প্রবাহ মোংলা বন্দরের সক্ষমতা ও গুরুত্বের বহিঃপ্রকাশ। ধারাবাহিকভাবে অবকাঠামো উন্নয়ন, যন্ত্রপাতি আধুনিকায়ন এবং নৌ-পথ ব্যবস্থাপনায় অগ্রগতির ফলে মোংলা এখন আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত