বুধবার ৬ আগস্ট ২০২৫ ২২ শ্রাবণ ১৪৩২
বুধবার ৬ আগস্ট ২০২৫
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে সেনাবাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ PM
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সফর শেষে তিনি দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷

আইএসপিআর জানায়, সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গত ২৩-২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত ‘ইউম্যাক্স-২০২৪’ (মানবহীন সিস্টেম ২০২৪) এবং সিমুলেশন এবং ট্রেনিং সিস্টেম ২০২৪ প্রদর্শনী (সিমটেক্স) -এ অংশগ্রহণ করেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এর আমন্ত্রণে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গমন গিয়েছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত