ঢাকার পল্টনে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার পলাতক আসামী আলমগীর হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগীতায় সোমবার ভোরে ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর বাবুরহাট এলাকার আমিরুল ইসলামের ছেলে।
সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম। গ্রেফতার আলমগীর ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছে।
পুলিশ সুপার আমিরুল ইসলাম জানান, গত বছরের ২৮অক্টোবর ঢাকার পল্টনে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত হত্যা মামলার পলাতক আসামী ছিলো আলমগীর হোসেন।