ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যকে উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধনের নামে বৃক্ষ নিধন বন্ধের দাবিসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহাম্মেদ ইমন স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ছুটিতে রয়েছেন। তার অবর্তমানে উপাচার্যের দায়িত্বে রয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। তার নিকট এ স্মারক লিপি প্রদান করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর অফিস, এস্টেট অফিস ও প্রকৌশল অফিসে স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয়।
স্মারকলিপির প্রদত্ত দাবিগুলো হলো- উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধনের নামে বৃক্ষ নিধন বন্ধ করতে হবে, কর্তন কৃত বৃক্ষের ক্ষতিপূরণ স্বরূপ দ্বিগুণ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে, বনায়ন রক্ষার্থে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করা, সুপরিকল্পিত বনায়ন ও পরিচর্যা করা ও প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ ক্যাম্পাস বাস্তবায়ন করা।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সেসময় সংগঠনটির সাধারণ ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, "বৃক্ষ নিধন করে একাডেমিক ভবনের পাশে মঞ্চ তৈরি কোনোভাবে কাম্য নয়। ক্যাম্পাসের ভেতরে অনেক ফাঁকা জায়গা আছে সেই জায়গায় মঞ্চ তৈরি করা হোক। উন্নয়ন এবং সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটা বন্ধ করে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা জরুরী। আমরা প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ ক্যাম্পাস বাস্তবায়ন চাই।"
সভাপতি মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, "সৌন্দর্যের রাণী খ্যাত ছিল আমাদের ক্যাম্পাসটি। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেকগুলো গাছ কাটার কারণে আমাদের ক্যাম্পাসে আশঙ্কা জনক হারে গাছের পরিমাণ কমে গেছে। কিন্তু সেই তুলনায় নতুন গাছ লাগানো হচ্ছে না।
গতকাল আবারও মঞ্চ বানানোর উদ্দেশ্যে ক্যাম্পাসে নতুনভাবে কয়েকটি গাছ কাটা হয়েছে। তাই আমরা এই বৃক্ষনিধনের প্রতিবাদে এবং ক্যম্পাসে পর্যাপ্ত বৃক্ষরোপণের উদ্দেশ্যে ৫ টি দাবি নিয়ে প্রশাসন বরাবর স্মারক লিপি জমা দিয়েছি এবং সর্ব সম্মতি ক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।"