বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
গাছের সাথে এ কেমন শত্রুতা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৪৩ PM
নেত্রকোনার কেন্দুয়ায় রাতের আঁধারে হাজি আব্দুল মজিদ নামে এক কৃষকের ২৫০-৩০০ ফলজ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৩ মার্চ) রাতে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছের মাঠে এঘটনা ঘটে।

কৃষক হাজি আব্দুল মজিদ জানান, তিনি এবার ১.৭০ একর জমিতে আম ও পেয়ারা চাষ করেছেন। এরই মধ্যে আম ও পেয়ারা গাছগুলো বড় হয়েছিল। রাতের কোনো এক সময় কে বা কারা পুরো জমির আম ও পেয়ারা গাছের মাথা কেটে দিয়েছে। এতে আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোয়াইলবাড়ি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুবৃত্তরা। 

কেন্দুয়া থানার ওসি মোঃ এনামুল হক (বিপিএম) বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত