শিবালয়ে নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) পারভীন বেগম।
এতে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুর রহমান, উপজেলা তথ্য অফিসার রোকসানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন,
১৯০৭ সালের ১২ মে ১ম বার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে ‘মাদার্স ডে’ বা মা দিবস পালিত হয়। মা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। সারা বিশ্বজুড়ে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববার। আর এই দিনকে ঘিরে থাকে অনেক আয়োজন। তাই, শুধু এ দিনটিতেই নয়, সব সময় মায়ের সর্বোচ্চ যত্ন নিয়ে পাশে থাকার আহবান জানান তারা।