ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগিদয়া গ্রাম থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ মে) ভোর রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগিদয়া গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে বিজয়নগর থানার এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন, এএস আই মোঃ আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারের অভিযানে হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় পলাতক আসামী উপজেলার বাগদিয়া গ্রামের মতি মিয়া(৩০), পিতা-জব্বর মিয়া, দুলাল মিয়া, পিতা-মৃত মনা মিয়া, জালালপুর গ্রামের জলফু মিয়া(৪৬) সহ অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে বাগদিয়া এলাকার রাস্তার উপর ৬০ কেজি গাঁজা রেখে পালিয়ে যায়। তারপর পুলিশ গিয়ে গাঁজা উদ্ধার করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুল ইসলাম দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধিকে বলেন, উপজেলার হরষপুর ইউনিয়নের বাগিদয়া গ্রাম থেকে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আর এই বিষয়ে বিজয়নগর থানায় মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।