গাজীপুরের টঙ্গীতে ডেসকোর মেইন লাইন থেকে আবাসিক সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন শেখ নামে (৩৮) এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় শিলমুন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার চাষি বালিগাঁও এলাকার আবুল শেখের ছেলে। তিনি ডেসকোর তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বিদ্যুতের মেইন লাইন থেকে আবাসিক সংযোগ দিচ্ছিলেন সুমন। এসময় অসাবধানতা বসত মেইন লাইনের সাথে স্পর্শ লেগে ছিটকে পড়েন গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।