সোমবার ১৬ জুন ২০২৫ ২ আষাঢ় ১৪৩২
সোমবার ১৬ জুন ২০২৫
পর্দা নামল ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৭:৩৯ PM
অর্ধনারীশ্বর পৌরুষ এবং নারীত্বের শক্তি, ঐশ্বর্যকে উপস্থাপন করে। পুরুষ– বিশ্বব্রক্ষ্মাণ্ডের আদি পিতা এবং প্রকৃতি হলো আদি মাতা। অর্ধনারীশ্বর-এর বাম পার্শ্ব পার্বতীকে উপস্থাপন করে যিনি স্বর্ণালী আভায় প্রকাশিত এবং ডান পার্শ্ব উপস্থাপন করে ভগবান শিবকে যিনি কর্পূরের মতো উজ্জ্বল।

শুদ্ধ সঙ্গীত চর্চা ও বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল (৩১ মে) শেষ হল ৬ দিনব্যাপী এ ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব।

শাস্ত্রীয় অনুষ্ঠানে শুরুতেই পরিবেশিত হয় সমবেত শাস্ত্রীয় সংগীত ‘খেয়াল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির শাস্ত্রীয় সংগীত কোর্সের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সংগীত পরিচালনা করেন ইমামুর রশিদ। পরিবেশিত হয় রাগ - ভূপালী বা ভোপ, ঠাট-কল্যাণ।
পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘মনিপুরি লৈমা’। একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস, সিলেট এর পরিবেশনায় নৃত্যনির্দেশক ছিলেন শান্তনা দেবী। লৈমা জাগোয় বা নৃত্য লাই হারাউবার একটি অংশ বিশেষ। আদিকাল থেকেই মনিপুরীরা সানামাহিজমের দেবদেবীদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশন করে আসছে। এখানে ঢোলের তালে শুদ্ধ মনিপুরী নৃত্যের মূদ্রার ব্যবহার করা হয়েছে।

একক সংগীত রাগ মধুবন্তী পরিবেশন করেন অন্তরা মন্ডল। একক ‘ধ্রুপদ’ পরিবেশন করেন এ.কে. এম কৌশিক আহমেদ এবং পাখোয়াজ সঙ্গতে ফেরদৌস হাসান।
পরিবেশিত হয় শাস্ত্রীয় নৃত্য ‘ভরতনাট্যম’। নৃত্য পরিচালনা ও পরিবেশনা করেন জুয়েইরিয়াহ মৌলি। এই নৃ্ত্েয অর্ধনারীশ্বর পৌরুষ এবং নারীত্বের শক্তিকে, ঐশ্বর্যকে উপস্থাপন করে।

একক শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন শেখ আবিদুর রহমান কচি। তিনি পরিবেশন করেন কত্থক, শিব বন্দনার নৃত্যাংশ ও পরিশেষে তারানা। এরপর একটি অপ্রচলিত রাগ পরিবেশন করেন এফ এম রেজোয়ান আলী।

একক শাস্ত্রীয় সংগীত ‘ঠুমরি’, পরিবেশন করেন উর্বী সোম এবং রাগ : মধ্যমজান পিলু (মিশ্র)। এরপর মনিপুরি পরিবেশন করেন সুদেষ্ণা স্বয়ংপ্রভা। এরপর ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন মোহনা মীম।
হাজার বছরের পুরনো বাংলার ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্য। গৌড়ীয় নৃত্য মার্গের দ্বিতীয় পর্যায়ের নৃত্য আলাপচারী। আলাপ অর্থ রাগ, চারী অর্থ চলন। পরিবেশিত হয় দেশ রাগের আলাপচারী। নৃত্য নির্মিতি- ড. মহুয়া মুখোপাধ্যায়, নৃত্য পরিচালনায় র্যা চেল প্যারিস  এবং সংগীতে অমিতাভ মুখোপাধ্যায়।
 
একক সংগীত ধ্রুপদ - রাগ ভূপালী পরিবেশন করেন ইমামুর রশিদ। পাখোয়াজ - মো: রাশেদুল হাছান জীবন এবং তানপুরা - আবিদা সেতু এবং মোহনা। পরিবেশিত হয় শাস্ত্রীয় নৃত্য ‘‘কথক’’। শুদ্ধ নৃত্য- ত্রিতাল পরিবেশন করবেন দীপা সরকার। একক সংগীত রাগ: মারুবিহাগ, ঠাট: কল্যাণ, পরিবেশন করেন আফরোজা আক্তার রুপা।
সমবেত নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করে নৃত্যদল ভাবনা। এখানে পদ বা কবিতায় শ্রীকৃষ্ণের সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে যা মনিপুরী নৃত্যের লাস্য ও তাণ্ডব দুই আঙ্গিকেই দেখানো হয়েছে। নৃত্যটি রচনা করেছেন গুরু বিপিন সিংহ ও গুরু শ্রীমতি কলাবতী দেবী এবং সংগীতে কণ্ঠ দিয়েছেন গুরু শ্রীমতি কলাবতী দেবী। পরিবেশনায় নৃত্যদল ভাবনা, নৃত্য পরিচালনায় সামিনা হোসেন প্রেমা।

একক নৃত্য ওড্যিস্যি নৃত্য ‘মোক্ষ্য’ পরিবেশন করেন ফারজানা ইয়াসমিন। গুরু শ্রী দেব প্রসাদ দাসের ঐতিহ্যবাহী ওড়িষী নৃত্যের মিউজিক ও স্টাইল এবং নৃত্য পরিচালনায় ছিলেন শ্রীমতি শতাব্দী মল্লিক।

সমবেত নৃত্য ভরতনাট্যম পরিবেশনা করেন কল্পতরু। কল্পতরু পরিবেশন করে রাগমালিকা এবং তাল মিশ্র চাপু, রাগ মালিকা। সবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল পরিবেশন করে রাগ-ইমন, সঙ্গীত পরিচালনায় ছিলেন ড. শেখর মন্ডল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত