আবার একসঙ্গে বেন ও লোপেজ!

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
আবার একসঙ্গে বেন ও লোপেজ!
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৪৩ PM আপডেট: ২৪.১২.২০২৪ ৫:৪৭ PM (Visit: 369)

বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজের জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তুমুল প্রেম, বাগদানও সম্পন্ন হয়, ঠিক তখন হঠাৎ করেই আসে তাদের বিচ্ছেদের ঘোষণা। এরপর দীর্ঘ সময় গড়িয়েছে, দু’জনেই ভিন্ন সম্পর্কে থিতু হয়েছিলেন। তবে নিয়তি বোধ হয় তাদের পুনর্মিলন চেয়েছিলো। শেষ পর্যন্ত সেটাও হয়। কিন্তু দুই বছর গড়াতেই সম্পর্ক ভাঙে এই দম্পতির। 
   
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহ বিচ্ছেদের ঘোষণা আসে চলতি বছরের শুরুর দিকে। তাদের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলমান। সবাই ভেবেছিলো, দু’জনার দু’টি পথ বুঝি এবার সত্যি সত্যি দু’দিকে গেছে বেঁকে।

কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তারা আবার একসাথে! শুধু তাই নয়, দারুণ ছুটির আনন্দ উপভোগ করছেন বেন-লোপেজ!

কয়েকদিন আগেই বেন অ্যাফ্লেক তার প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারের সাথে বাচ্চাদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। গার্নারের সাথে কাটিয়েছেন থ্যাঙ্কসগিভিং। সবাই ভেবেই নিয়েছিলো, আর বোধ হয় লোপেজের সাথে দেখা যাবে না বেনের। অথচ, ২২ ডিসেম্বর হঠাৎ করেই সোহো হাউজে পপস্টারের সাথে ক্রিসমাস উপহার বিনিময় করতে দেখা যায় তাকে। একসঙ্গে তাদের এমন আনন্দ উদযাপন দেখে খবর চাউর হয়েছিলো, আলাদা হয়েও তারা আসলে একে অপরের জীবনের সাথে জড়িয়ে আছেন! তাহলে কি সব ব্যক্তিগত মতপার্থক্যকে একপাশে সরিয়ে রেখে তারা আবার এক হচ্ছেন?  
 
আসলে ঘটনাটি মোটেও এমন নয়। মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন।

ডেইলি মেইল তাদের একাসাথে সময় কাটানোর কিছু ছবি সামনে এনেছে। সেখানে দেখা যায়, লোপেজ এবং বেন তাদের পরিবারের সবাইকে নিয়ে লস অ্যাঞ্জেলসে ছুটির দিনগুলো উপভোগ করছেন।

২০২১ সালে শেষবার এই দম্পতিকে এমনভাবে পরিবারের সাথে সময় কাটাতে দেখা গিয়েছিলো। একটি বিশাল পারিবারিক আয়োজনে তারা একসাথে হয়েছিলেন। সেখানে ছিলেন বেনের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারও। এমনকি বেন-গার্নারের ৩ সন্তান (ভায়োলেট, সেরাফিনা ও স্যামুয়েল) উপস্থিত ছিলেন। লোপেজের সাথে ছিলো তার আগের পক্ষের ২ যমজ সন্তান (ম্যাক্স ও এমমে)। লোপেজের প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনিও সেদিন উপস্থিত ছিলেন।

ডেইলি মেইল শে​য়ার করেছে, ২২ ডিসেম্বর জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক একসাথে লাঞ্চ করেছেন এবং বাচ্চাদের সাথে দারুণ সময় কাটিয়েছেন।

লোপেজ এবং বেন দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র ‘পেজ সিক্স’কে জানিয়েছে, ২ বছরের একটি চমৎকার রোম্যান্টিক সম্পর্ক ভাঙার পরও তারা একে অপরের জীবনে বন্ধু হয়েই থাকবেন, একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন।

উল্লেখ্য, ২০২২ সালে জর্জিয়াতে বেন ও লোপেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৫৫ বছর বয়সী গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ চলতি বছরের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy